রোমাঞ্চ ছড়ানো জয়ে শিরোপা বাংলাদেশের মেয়েদের
আর্লিন কেলি ও ক্যারা মারে ম্যাচটা বেশ জমিয়ে তুলেছিলেন। নবম উইকেটে দুজনের ২৩ বলে ৩৪ রানের জুটিতে জয়ের স্বপ্নই দেখছিল আয়ারল্যান্ড। শেষ ওভারে সমীকরণটা দাঁড়ায়, ৬ বলে আইরিশ মেয়েদের লাগবে ১৫ রান, হাতে ২ উইকেট। কেলি-মারে ক্রিজে। তবে নাহিদা আক্তারের দারুণ বোলিংয়ে তা আর হলো না। ওভারে ৭ রানই…